লালা থানার ওসির প্রাইভেট গাড়ির ধাক্কায় প্রাণ গেল অটোচালকের। তিন ব্যক্তি গুরতর জখম। উত্তেজনা লালায়।

লালা থানার ওসির প্রাইভেট গাড়ির ধাক্কায় প্রাণ গেল অটোচালকের। তিন ব্যক্তি গুরতর জখম। উত্তেজনা লালায়।

লালা থানার ওসির প্রাইভেট গাড়ির ধাক্কায় প্রাণ গেল অটোচালকের। তিন ব্যক্তি গুরতর জখম। উত্তেজনা লালায়।

- এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রাজেশ্বরপুরের অটোচালক আলী আহমেদ বড়ভুইয়া (২৮)। পাশাপাশি আরও তিন ব্যক্তি গুরতর জখম হন। আহত ব্যক্তিরা হলেন মনু দাস, আফজল হোসেন মজুমদার ও বাবুল হোসেন। আহতদের মধ্যে মুন দাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শিলচর মেডিকেল

 

কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে যে রবিবার রাত আনুমানিক এগারোটা নাগাদ আলি আহমেদ বড়ভুইয়া (২৮) হাইলাকান্দি থেকে অটো নিয়ে লালার চন্দ্রপুর বাইপাসের নিকটে জাতীয় সড়কের পাশে কয়েকজন যাত্রীর সঙ্গে আলোচনা করছিলেন ওই সময় লালা থানার ওসি লিটন নাথ পরিবার সহ একটি প্রাইভেট গাড়ি নিয়ে লালা অভিমুখে যাচ্ছিলেন। বাইপাশে

 

আসার পর ওই প্রাইভেট গাড়ির সঙ্গে ধাক্কা লাগে অটোর সঙ্গে। এই সংঘর্ষের ফলে অটো চালক সহ আরো তিন ব্যক্তি ছিটকে পড়ে খাদে।পরে রক্তাক্ত অবস্থায় গুরতর জখম অটোচালক আলী আহমেদ সহ বাকি আহতদের নিয়ে আসা হয় হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালে।তবে অটোচালক আলী আহমেদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেও শেষ রক্ষা হয়নি ডাক্তারদের সব চেষ্টাকে বিফল করে অটোচালক আলী আহমেদ মৃত্যুর কোলে ডলে পড়েন। সোমবার সকালের দিকে আলী আহমেদের মৃত্যুর সংবাদ লালায় এসে পৌঁছতেই তার বাড়ি সংলগ্ন এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়রা দাবি জানান যে মৃতের পরিবারবর্গেকে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

 

তাদের দাবি পূরণ না হলে মৃত ব্যক্তির অন্ত্যেষ্টি করবে না। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাইলাকান্দি থেকে ছুটে যান সদর ডিএসপি নাবমিতা দাস ও সাব ইন্সপেক্টর অসিত সৃত্রধর। আসে সিআরপিএফ সহ আধাসামরিক বাহিনী। এরমধ্যে লালা থানার ওসি লিটন নাথের পক্ষ থেকে ১ লক্ষ দশ হাজার টাকা মৃতের পরিবারের হাতে প্রাথমিক আর্থিক সাহায্য হিসেবে তুলে দেওয়া হয়। পাশাপাশি জীবনজ্যোতি প্রকল্প এবং এবং অন্য জীবন বীমা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে সোমবার বিকেল আড়াইটা নাগাদ আলী আহমেদের মৃতদেহ শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লালায় নিয়ে আসা হয়। বিকেল চারটায় সময় লালার রাজেশ্বরপুরে তার বাড়ির নিকটে থাকা কবরস্থানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, অটোচালক আলী আহমেদের স্ত্রী সহ আট বছরের কন্যা সন্তান রয়েছে। অটোচালক আলী আহমেদ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তাই তার মৃত্যুতে অসহায় অবস্থার সম্মুখীন তার পরিবার। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোন এজাহার থানায় দেওয়া হয়নি। এদিকে এই বিষয়ে এই প্রতিবেদক লালা

 

থানার ওসি লিটন নাথের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান যে এই দুর্ভাগ্যজনক ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত তিনি মৃতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং বলেন যে

এই বিষয়ে তিনি মৃতের পরিবারবর্গেকে উপযুক্ত ক্ষতিপূরণ সহ যথাসম্ভব আর্থিক সাহায্য করবেন।

LEAVE A COMMENT

Comment