প্রতিষ্টা দিবস উপলক্ষে প্লাজমা দান করলেন এন এস ইউ আই এর জেলা কমিটির সদস্যরা।

প্রতিষ্টা দিবস উপলক্ষে প্লাজমা দান করলেন এন এস ইউ আই এর জেলা কমিটির সদস্যরা।
সম্প্রতি প্রতিষ্টা দিবস উপলক্ষে হাইলাকান্দি জেলা এন এস ইউ আই এর কমিটির সদস্যরা প্লাজমা দান করলেন। এই উপলক্ষে এদিন এন এস ইউ আই এর জেলা কমিটির সভাপতি আব্দুল আহাদ বড়ভুইয়ার নেতৃত্বে সদস্যরা দলবদ্ধভাবে হাইলাকান্দি এস কে রায় সিভিল হাসপাতালে গিয়ে প্লাজমা দান করেন। এখানে উল্লেখ্য যে সম্প্রতি এন এস ইউ আই এর জেলা কমিটির সদস্যরা হাইলাকান্দির কংগ্ৰস ভবনে তাদের প্রতিষ্টা বার্ষিকী পালন করে। এদিনই তারা এস কে রায় সিভিল হাসপাতালে গিয়ে রোগীদের উপকারের জন্য প্লাজমা দান করেন। এদিন একজন মারণব্যাধী ক্যান্সার রোগে আক্রান্ত এক ব্যক্তিকে প্লাজমা দান করেন জেলা এন এস ইউ আই এর সভাপতি আব্দুল আহাদ বড়ভুইয়া। তিনি আজ এই প্রতিবেদককে জানান যে তিনি ও তার জেলা কমিটির সদস্যরা প্লাজমা দান করে খুবই আনন্দিত কেননা এতে রোগীরা উপকৃত হবেন। এদিন হাইলাকান্দি এস কে রায় সিভিল হাসপাতালের প্লাজমা দানকারী এন এস ইউ আই এর অন্যান্য সদস্যরা হলেন সামিম আহমেদ মজুমদার, মুর্শেদ মজুমদার,মাশুক বড়ভুইয়া,সজল আহমেদ বড়ভুইয়া,জাহিদ লস্কর,রাশেল বড়ভুইয়া, কবির আহমেদ বড়ভুইয়া প্রমুখ।
Comment