হাইলাকান্দিতে সবরকমের ফলমূল, সবজি এবং মিষ্টি পরীক্ষা করার জন্য টাস্কফোর্স গঠন করা হইল।

হাইলাকান্দিতে সবরকমের ফলমূল, সবজি এবং মিষ্টি পরীক্ষা করার জন্য টাস্কফোর্স গঠন করা হইল।

হাইলাকান্দিতে সবরকমের ফলমূল, সবজি এবং মিষ্টি পরীক্ষা করার জন্য টাস্কফোর্স গঠন করা হইল।

- বর্তমানে করোনা পরিস্থিতি জটিল হওয়ায় এবং বিভিন্ন ধরনের ফলমূল, সবজি এবং মিষ্টিদ্রব্যতে সংক্রামক ভেজাল কিট আছে বলে অভিযোগের ভিত্তিতে হাইলাকান্দি জেলা প্রশাসন মঙ্গলবার পাঁচ সদস্যের একটি জেলাভিত্তিক টাস্কফোর্স গঠন করেছে। এই নির্দেশনা জারি করে এদিন খাদ্য সরবরাহ এবং যোগান বিভাগের অতিরিক্ত জেলাশাসক আনিস রসুল মজুমদার এই প্রতিবেদককে জানান যে এই পাঁচ সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়েছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ফলমূল, সবজি এবং মিষ্টিদ্রব্য ও জিলেবীতে ভেজাল রয়েছে এই অভিযোগের ভিত্তিতে। কিছু স্বার্থান্বেষী ব্যবসায়ীরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ভেজাল মেশানো ফলমূল, সবজি এবং মিষ্টিদ্রব্য ও জিলেবী বাজারে অবাধে বিক্রি করছে বলে জনগণের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন এই টাস্কফোর্স গঠন করার নির্ণয় নিয়েছেন। এদিন  খাদ্য সরবরাহ এবং জোগান বিভাগের এডিসি আরো জানান যে এই পাঁচ সদস্যের টাস্কফোর্স জেলার

বিভিন্ন ফলমূল, সবজি এবং মিষ্টি ও গ্ৰোসারির দোকানগুলো পর্যবেক্ষণ করবে এবং সমস্ত খাদ্য সামগ্রী পরিক্ষা করে রিপোর্ট জেলাশাসকের কার্যালয়ে দাখিল করবে। ইতিমধ্যে জেলাশাসক মেঘানিধি দাহালের নির্দেশে হাইলাকান্দি শহরের সিরাজপট্টি এবং গাছতলা বাজার এলাকার সকল সবজি এবং গ্ৰোসারীর দোকানগুলোতে পাঁচ সদস্যের টাস্কফোর্স আলু এবং বিভিন্ন ধরনের সবজিগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট জেলাশাসকের কার্যালয়ে জমা দেবেন। এই রিপোর্টের ভিত্তিতে জেলাপ্রশাসন বিহিত ব্যবস্থা গ্ৰহন করবেন। এই পাঁচ সদস্যের টাস্কফোর্সের মধ্যে আছেন একজিকিউটিভ ম্যাজিস্ট্রেট তথা এসিস্ট্যান্ট কমিশনার রঘুরাজ বৈদ্য, খাদ্য পরিদর্শক বি সি ডেকা, গৌতম চক্রবর্তী,মূন পাল এরা সবাই খাদ্য সরবরাহ এবং যোগান বিভাগের আধিকারিক।

LEAVE A COMMENT

Comment