হাইলাকান্দি জেলায় খাজনা আদায়ের জন্য সেপ্টেম্বর মাসের ১তারিখ থেকে জেলাজুড়ে শিবির স্থাপন করা হবে ।

হাইলাকান্দি জেলায় খাজনা আদায়ের জন্য সেপ্টেম্বর মাসের ১তারিখ থেকে জেলাজুড়ে শিবির স্থাপন করা হবে ।

হাইলাকান্দি জেলায় খাজনা আদায়ের জন্য সেপ্টেম্বর মাসের ১তারিখ থেকে জেলাজুড়ে শিবির স্থাপন করা হবে ।

 হাইলাকান্দি জেলায় খাজনা আদায়ের জন্য সেপ্টেম্বর মাসের ১তারিখ থেকে জেলাজুড়ে শিবির স্থাপন করা হবে । রাজস্ব বিভাগের অতিরিক্ত জেলা শাসক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে সেপ্টেম্বর মাসের ১তারিখ থেকে ১০তারিখ পর্যন্ত লালা বাজারের অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসারের কার্যালয়য়ে খাজনা আদায় শিবির খোলা হবে । এরপর সেপ্টেম্বরের ১৩ থেকে ২১ তারিখ

পর্যন্ত কাটলীছড়ার  অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসারের কার্যালয় এবং সেপ্টেম্বরের ২২ থেকে ৩০ তারিখ পর্যন্ত আলগাপুরের অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট  অফিসারের  কার্যালয়ে খাজনা আদায় অভিযান চলবে । এছাড়া হাইলাকান্দি শহরের সেটেলমেন্ট অফিসারের কার্যালয়েও  সরকারি কাজের দিন নিয়মিত খাজনা জমা দেওয়া যাবে । সরকারি কার্যালয় খোলার দিনে সকাল ১১ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত খাজনা জমা দেওয়া যাবে। পাট্টাদারকে তাদের নিজ নিজ জমির খাজনা জমা দিতে হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে।

LEAVE A COMMENT

Comment