সামান্য বৃষ্টির ফলে বিদ্যালয়ের চারদিকে কেবল জল আর জল। এই বিদ্যালয় হচ্ছে করিমগঞ্জ জেলার বদরপুর শহরেই বদরপুর গার্লস হাই মাদ্রাসা।

সামান্য বৃষ্টির ফলে বিদ্যালয়ের চারদিকে কেবল জল আর জল। এই বিদ্যালয় হচ্ছে করিমগঞ্জ জেলার বদরপুর শহরেই বদরপুর গার্লস হাই মাদ্রাসা।

সমগ্ৰ রাজ্যতে করোনা সংক্ৰমণ হ্ৰাস পাওয়ার সাথে সাথেই সরকারের সিদ্ধান্ত অক্টোবর মাস থেকেই সকল বিদ্যালয় খোলা হবে।

সমগ্ৰ রাজ্যতে করোনা সংক্ৰমণ হ্ৰাস পাওয়ার সাথে সাথেই সরকারের সিদ্ধান্ত  অক্টোবর মাস থেকেই সকল বিদ্যালয় খোলা হবে। এমন সময়ই একটি  বিদ্যালয়ের অবস্থা দেখিলে আপনার মনে কি বলবে । সামান্য বৃষ্টির ফলে বিদ্যালয়ের চারদিকে কেবল জল আর জল। এই বিদ্যালয় হচ্ছে করিমগঞ্জ জেলার বদরপুর শহরেই বদরপুর গার্লস হাই মাদ্রাসা।

বিদ্যালয়ের এই দুরবস্হা অনেক দিন ধরেই। এ বিষয়ে কোন খোঁজ খবর নেই বিভাগীয় কতৃপক্ষর। বছরের পর বছর চলছে পাঠদান। বিদ্যালয়টি দীৰ্ঘদিন বন্ধ থাকার ফলে চতুর পাশের জল জমে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এই পরিস্থিতিত উদ্বিগ্ন অভিভাবক সকলর প্রশ্ন, স্কুল কিংবা স্কুলের পথ যদি নিরাপদ না হয় তা হলে ছোট ছোট ছেলেমেয়েদের কিছুতেই  বিদ্যালয়ের  পাঠদান সম্ভব হবে। পুকুরের ন্যায় বিদ্যালয়ে যে কোন সময় গঠতে
পারে অগঠন।

অভিভাবক মহল আতংকিত। অবশেষে বিদ্যালয়ের জল নিস্কাসনের জন্য করিমগঞ্জের জেলা উপায়ুক্ত মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করা হল। 
 

LEAVE A COMMENT

Comment