হাইলাকান্দিতে আয়োজিত হল প্রাক্তন সেনাকর্মী সমাবেশ।

হাইলাকান্দিতে আয়োজিত হল প্রাক্তন সেনাকর্মী সমাবেশ।

হাইলাকান্দিতে আয়োজিত হল প্রাক্তন সেনাকর্মী সমাবেশ।

 হাইলাকান্দিতে জেলার প্রাক্তন সেনাকর্মীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে আজ বেলা ১১ টার সময়ে হাইলাকান্দি জেলা সদরের রবীন্দ্র ভবনে অবসরপ্রাপ্ত সেনাকর্মী ক্যাপ্টেন দয়াল শতনামির পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় বিভিন্ন বক্তারা প্রাক্তন সেনা কর্মীদের অবদানের কথা তুলে ধরেন। আজকের এই প্রাক্তন সেনাকর্মীদের সমাবেশের মুখ্য অতিথি হাইলাকান্দি জেলার জেলা উপায়ুক্ত তথা জেলা সৈনিক বোর্ডের চেয়ারম্যান রোহন কুমার ঝা এদিন অনিবার্য কারণবশত ব্যস্ত থাকায় তার জায়গায় মুখ্য অতিথির আসন অলংকৃত করেন রাজ্যিক সৈনিক বোর্ডের ডাইরেক্টর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এন ডি যোশী। বিশিষ্ট অতিথি হিসেবে আসন গ্ৰহন করেন হাইলাকান্দি জেলার অতিরিক্ত জেলাশাসক পল্লবী সরকার এবং অভিষেক গৌড়া, অবসরপ্রাপ্ত সেনাকর্মী কর্ণেল টি কে সিংহ, ক্যাপ্টেন অনিল কুমার সিনহা, সরসপুরের টি গার্ডেন ম্যানেজার মনোজ কুমার সিংহ প্রমুখ ব্যাক্তিবর্গ। এখানে উল্লেখ্য যে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আজকের এই সৈনিক সমাবেশ আসামের মধুর রাষ্ট্রীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সভার প্রারম্ভে আয়োজক কমিটির পক্ষ থেকে সম্মানিত অতিথিদের উত্তরিয় এবং ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এরপর শহীদ হওয়া সকল সেনাকর্মীদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে দুই মিনিট নিরবতা পালন করা হয়। উল্লেখ্য আজকের এই সৈনিক সমাবেশের কর্মসূচিতে রবীন্দ্র ভবন পেক্ষাগৃহকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয় এবং প্রবেশ পথে মাস্ক বিতরন সহ স্যানেটাইজেশন করা হয়। এই সৈনিক সমাবেশের মুখ্য অতিথি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এন ডি যোশী অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বক্তব্য রাখেন এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মীদের পরিবারের এবং সেনাকর্মীদের বিধবা স্ত্রীদের বিভিন্ন সরকারি সুবিধা এবং কাজকর্মের কথা তুলে ধরেন। আজকের এই অনুষ্ঠানটি সম্পুর্ণ পরিচালনা করেন অবসরপ্রাপ্ত জেলা সৈনিক কল্যাণ কার্যালয়ের আধিকারিক দয়াল শতনামি মহাশয়। এরপর এই অনুষ্ঠানে সেনাকর্মীদের কচিকাঁচাদের দিয়ে একটি মনমুগ্ধকর বিচিত্রানুষ্টান অনুষ্ঠিত হয়। এই বিচিত্রানুষ্টান দেখে দর্শকদের করতালীতে একসময় সমাবেশ আনন্দমুখর হয়ে উঠে। এরপর এই অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট অতিথিরা বিভিন্ন যুদ্ধে শহীদ হওয়া বীর সেনাকর্মীদের বিধবা স্ত্রীদের সাল এবং উত্তরীয় দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এদিন দুপুরে উপস্থিত গন্যমান্য অতিথি সহ সকলকে মধ্যাহ্ন ভোজন করানো হয়। এরপর বিচিত্রানুষ্টানে অংশগ্রহণ কারী সকল কচিকাঁচাদের পুরস্কৃত করা হয়। এদিন অনুষ্ঠানের সমাপ্তি লগ্নে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন জেলা সৈনিক কল্যাণ কার্যালয়ের আধিকারিক অবসরপ্রাপ্ত সেনাকর্মী ক্যাপ্টেন দয়াল শতনামি মহাশয়। এরপর রাষ্ট্রীয় সংগীতের মাধ্যমে এই সৈনিক সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

LEAVE A COMMENT

Comment