হাইলাকান্দিতে মহর্ষি বাল্মীকি মহামুনির স্বর্ণজয়ন্তী উদযাপন।

হাইলাকান্দিতে মহর্ষি বাল্মীকি মহামুনির স্বর্ণজয়ন্তী উদযাপন।

হাইলাকান্দিতে মহর্ষি বাল্মীকি মহামুনির স্বর্ণজয়ন্তী উদযাপন।

সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে হাইলাকান্দি জেলার লালা কৈয়া চা বাগানের শীতলা মন্দিরের নিকটে মহর্ষি বাল্মীকি মহামুনির স্বর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে আজ বেলা তিনটার সময় বিজেপির এস সি মোর্চার নবনিযুক্ত রাজ্যিক সভানেত্রী মুন স্বর্ণকারের প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এখানে উল্লেখ্য যে সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের ধর্মশাস্ত্রে কথিত আছে যে অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্রের জন্মের কয়েক হাজার বছর পূর্বে মহর্ষি বাল্মীকি মহামুনি রামায়ন রচনা করেছিলেন। মহর্ষি বাল্মীকি মহামুনির বিষয়ে কিংবদন্তি আছে যে তিনি একসময় রত্নাকর দষ্যু নামে পরিচিত ছিলেন। এই রত্নাকর দষ্যুই পরে মহর্ষি বাল্মীকি মহামুনি নামে পরিচিতি লাভ করেন। আজকের এই মহর্ষি বাল্মীকি মহামুনির স্বর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে মহর্ষি বাল্মীকি মহামুনির জীবনাদর্শ নিয়ে বক্তব্য রাখেন বিজেপি এস সি মোর্চার নবনিযুক্ত রাজ্যিক সভানেত্রী মুন স্বর্ণকার, জেলা এস সি মোর্চার সভাপতি অজিত রায়,রাজ্যিক কার্যনির্বাহী সদস্য রঞ্জিত কুমার দাস,শংকরজিত দাস,মাটিজুরি পাইকান জিপির সভাপতি রাজেশ চন্দ্র রায় প্রমুখ। আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিজেপি এস সি মোর্চার কার্যনির্বাহী সদস্য অভ্রাংশু‌ রায়, জেলা বিজেপি চা মোর্চার কার্যনির্বাহী সদস্য বলিরাম নুনিয়া, রবিদাস উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী সদস্য শিবনারায়ণ রবিদাস,সরসপুর জিপি সভাপতি রাজু রবিদাস প্রমুখ ব্যাক্তিবর্গ।

LEAVE A COMMENT

Comment