নিভিয়া আসাম গ্রামীন বিকাশ ব্যাঙ্কের সি এস পির অভিযোগ আনলেন গ্রাহকেরা।

নিভিয়া আসাম গ্রামীন বিকাশ ব্যাঙ্কের সি এস পির অভিযোগ আনলেন গ্রাহকেরা।

নিভিয়া আসাম গ্রামীন বিকাশ ব্যাঙ্কের সি এস পির অভিযোগ আনলেন গ্রাহকেরা।


নিত্য খেটে খাওয়া লোকদের সুবিধার্থে প্রধান শাখা ছাড়াও সি এস পির মাধ্যমে গ্রামবাসীদের লেনদেনের সহজত্বরে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছিল।কিন্তু এতেও রক্ষা পাচ্ছেনা গ্রাহকরা। যেন সব কিছুতেই বিনিময় প্রথাটা অব‍্যাহত রয়েছে। এমন অভিযোগ আনলেন নিভিয়া পার্শ্ববর্তী পাঠাখাউরী জিপিতে থাকা  আসাম গ্রামীন বিকাশ ব্যাংক সি এস পির। উনারা বলেন বর্তমান সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ নির্মাণের লক্ষ্যে সরকারিভাবে হিতাধীকারীদের একাউন্ট বহিতে টাকা প্রদান করে থাকেন। কিন্তু সি এসপিতে আসার পর টাকা না পাওয়াতে খালি হাতে ফিরে যেতে হচ্ছে যাত্রী ভাড়া ব‍্যায় করে। তবে সি এস পির পরিচালক নেট না থাকার অজুহাত দেখিয়ে দিন অতিবাহিত করাতে গ্রাহকদের নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাছাড়া প্রধান শাখায় গিয়ে কোন কাজ হচ্ছে না। তবে পরিচালক হিতাধীকারীদের বাড়িতে গিয়ে ১০০০০ (দশহাজার) টাকার বিনিময়ে ২০০ থেকে ৫০০ টাকা কমিশন নিয়ে থাকার অভিযোগ আনা হয়। অভিযোগের সত্যতা যাচাইয়ে সংবাদ কর্মীদের পক্ষ থেকে উক্ত দিনে নিভিয়া শাখায় ম্যানেজার উপস্থিত না থাকাতে সংবাদ কর্মীদের পক্ষ থেকে নালিশ জানাতে সম্ভব হয়নি। তবে শাখায় থাকা সহকারি ম্যানেজার অভিযোগের সত্যতা নখ দর্পণে থাকা সত্বেও প্রমাণ আছে কিনা জানতে চান। তবে কর্মীরা একই ব্যাংকের হওয়াতে একে অপরকে সহযোগিতা করাটা স্বাভাবিক এ নিয়ে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারেন।

 

LEAVE A COMMENT

Comment