করিমগঞ্জে ভূয়া মোবাইল সিম চক্রের তিন পাণ্ডাকে গ্ৰেফতার করল পুলিশ।

করিমগঞ্জে ভূয়া মোবাইল সিম চক্রের তিন পাণ্ডাকে গ্ৰেফতার করল পুলিশ।

করিমগঞ্জে ভূয়া মোবাইল সিম চক্রের তিন পাণ্ডাকে গ্ৰেফতার করল পুলিশ।

 এক অভিযান চালিয়ে করিমগঞ্জ পুলিশ ভূয়া অর্থাৎ ব্লেক সিম চক্রের তিন পাণ্ডাকে গ্ৰেফতার করতে সফল হয়। ধৃতরা হল আসিমগঞ্জের ফখরুল ইসলাম, করিমগঞ্জের সুভাষ নগরের রাজেন দাস ও ফকিরাবাজারের এহসান জালাল চৌধুরী। এই উপলক্ষে করিমগঞ্জের পুলিশ সুপার পদ্মনাভ বরুয়া আজ এক সাংবাদিক সম্মেলনে জানান যে ধৃত ফখরুল ইসলাম আসিমগঞ্জে থাকা তার নিজের জেরক্সের দোকানে আসা গ্ৰাহকদের জেরক্স করতে নিয়ে আসা ভোটার আইডি কার্ড,পেন কার্ড, আইডেন্টিটি কার্ড,ফটো ইত্যাদির একটি জেরক্স কপি ও ফটো থেকে একটি সফট কপি লুক্কায়িত ভাবে তার কাছে রেখে দিয়ে ধৃত সুভাষ নগরের রাজেন দাসের কাছে কুড়ি টাকা করে বিক্রি করত। আর রাজেন দাস সেই ডকুমেন্টগুলো দিয়ে ফকিরাবাজারের প্রাক্তন বি এস এন এলের রেটেইলার ধৃত এহসান জালাল চৌধুরীর সঙ্গে মিলিতভাবে ফেইক সিম কার্ড বানিয়ে চড়াও মূল্যে বিক্রি করত। পুলিশ সুপার বরুয়া আরো জানান যে তার নির্দেশে গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে আজ অতিরিক্ত পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে পুলিশের একটি ফোর্স সাঁড়াশি অভিযান চালিয়ে এই ব্লেক সিম কার্ড রেকের্ডকে উৎখাত করতে ও তিন পাণ্ডাকে গ্ৰেফতার করতে সক্ষম হয়।
 

LEAVE A COMMENT

Comment