হাইলাকান্দিতে ১৪৪ ধারায় সভা, মিছিল, লিফলেট বন্টনে নিষেধাজ্ঞা ।

হাইলাকান্দিতে  ১৪৪ ধারায় সভা, মিছিল, লিফলেট বন্টনে নিষেধাজ্ঞা ।

হাইলাকান্দিতে ১৪৪ ধারায় সভা, মিছিল, লিফলেট বন্টনে নিষেধাজ্ঞা ।

 হাইলাকান্দির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেলায় আইন-শৃঙ্খলা অক্ষুন্ন রাখতে ফৌজদারি দণ্ডবিধির ১৪৪ ধারার অধীন জেলায় সভা, সমিতি, মিছিল, লিফলেট বিতরণ  ইত্যাদিতে নিষেধাজ্ঞা জারি করেছেন।  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সপ্ততী এন্দো সম্প্রতি এই মর্মে এক আদেশ জারি করেছেন। এতে বলা হয়েছে, দেশের জনৈক লিডারের বিতর্কিত একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে দেশজুড়ে চলা বিক্ষোভ প্রতিবাদী আন্দোলনের প্রেক্ষিতে হাইলাকান্দি জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অক্ষুন্ন রাখতে এই আদেশ জারি করা হয়েছে।  জনসাধারণের শান্তি ভঙ্গের  আশংকায় তা প্রতিরোধ করতে জেলা জুড়ে ১৪৪ ধারা জারি করে মিছিল সমাবেশ/ধর্না/লিফলেট/ব্যানার এবং পোস্টার বিতরণ ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।।  এই আদেশ লঙ্ঘন করা হলে ইন্ডিয়ান পেনাল কোডের ১৮৮ ধারায় লিগেল অ্যাকশন নেওয়া হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সমগ্র জেলায় ওই নিষেধাজ্ঞা বহালথাকবে।

LEAVE A COMMENT

Comment