প্রয়াত প্রবীণ শিক্ষাবিদ মানস কান্তি দাস শোক। হাইলাকান্দিতে শোকের ছায়া।

প্রয়াত প্রবীণ শিক্ষাবিদ মানস কান্তি দাস শোক। হাইলাকান্দিতে শোকের ছায়া।

প্রয়াত প্রবীণ শিক্ষাবিদ মানস কান্তি দাস শোক। হাইলাকান্দিতে শোকের ছায়া।

২৬ জুলাই :-হাইলাকান্দি জেলার প্রবীণ শিক্ষাবিদ তথা সমাজ সেবী হাইলাকান্দি রোটারি ক্লাবের প্রথম সভাপতি মানস কান্তি দাস পরলোক গমন করেন । মৃত্যু কালে বয়স হয়েছিল ৯৮ বছর। গত সোমবার তিনি বার্ধক্য জনিত কারণে নিজের নতুনপাড়ার রোডের বাসভবনে পরলোক গমন করেন। ইতিমধ্যে তার ব্রেইন স্ট্রোক হয়েছিল। মৃত্যু কালে এক পুত্র, এক কন্যা পুত্র বধু, জামাতা সহ নাতি নাতনি সহ অসংখ্য গুনমুগ্ধ ছাত্র ছাত্রী দের রেখে যান। তিনি ১৯৮৯ সালে নাগাল্যাণ্ড টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ পদ থেকে অবসর গ্রহণ করা পর হাইলাকান্দি এসে বিভিন্ন সামাজিক কাজে জড়িয়ে যান।তিনি ধলেশ্বর - ভৈরবী জাতীয় সড়ক ডিমাণ্ড কমিটি সহ রোটারি ক্লাব, দ্যা গ্রীনস,নাগরিক অধিকার সুরক্ষা সমিতির সভাপতি ছিলেন।পাশাপাশি জড়িয়ে ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা সমিতির সাথে ও।সোমবার হাইলাকান্দি রোটারি ক্লাবের শববাহী শকটে করে গোটা শহর পরিক্রমা করে মহা শসানে শেষ কৃত্য সম্পন্ন হয়। মানস বাবুর মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে। এদিকে বরিষ্ঠ নাগরিক সংস্থার  সংস্থার সভাপতি নারায়ন দেবনাথ মহাশয়ের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার সদগতি চিরশান্তি কামনা করে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। সংস্থার পক্ষে তাকে শেষ শ্রদ্ধা জানিয়ে তার মরদেহে মাল্যদান করেন সংস্থার সাধারণ সম্পাদক সুনীল কুমার শর্মা।

 

LEAVE A COMMENT

Comment